একটা গল্প ফুরিয়ে যাবার আগে
পূর্বরাগের কত অনুভূতি ছোঁয়া,
জীবনের কথা গল্প হয়ে যে রাজে
সুখে দুঃখে আলো আঁধারি ধোঁয়া।
স্মৃতির কথার গল্প হয়না শেষ
অতীত কেবল দেয় দোলা হৃদি মনে,
এলোমেলো যত ছিন্ন মনের ব্যথা
একান্তে চুপে বাঁচার স্বপ্ন বোনে।
মনের আকাশে মেঘের গভীর ঘটা
নিখিল বিশ্বে রঙের অমোঘ রেখা,
অন্ধকারকে তবুও মনের জোরে
দূরে ঠেলে লিখি আত্মজীবন লেখা।
বাঁচার গল্প পড়বে যখন সবে
জানবে তখন মনের বেদন ঢেউ,
চুপকথাদের ব্যাকুলতা হৃদি মাঝে
নীরবে যে কাঁদে জানবে সকল কেউ।
বাস্তবতার চিত্রকল্প যত
নিবিড় আবেশে একান্তে রয় চুপ,
হয়না পূরণ গল্পের কথা গাথা
তবু দিতে হয় গল্পের শেষ রূপ।