আমার দুর্গা কলস কাঁখেতে
জল ভরিবার তরে,
গাঁয়ের পথেতে চলেছে ধীরেতে
কর্দম পথ ধরে।
শ্যামল বরণ চলেছে চরণ
নূপুর পায়েতে বাঁধা,
রিনিঝিনি পায় সুরে ভেসে যায়
রাগিনীতে গলা সাধা।
লাল পেড়ে শাড়ি অপরূপা নারী
কঙ্কণ খানি হাতে,
বাজে শিঞ্জিনী শুনে উদাসিনী
কলস ধরেছে মাথে।
প্রেমিকের তরে চোখে জল ভরে
বাগানের পথে চলে,
আনত নয়নে রঙিন বসনে
প্রেমের কথা বলে।
বধূ ধরে লাজ বিকালেতে সাজ
দু চোখে কামনা জ্বলে,
আসবে নাগর পেরিয়ে সাগর
ভাসবে প্রেমের তলে।
গাঁয়ের সবিতা রচিবে কবিতা
গোধূলি রঙেতে মেখে,
গাগরী ভরণ হলুদ বরণ
কন্যা প্রেম যে শেখে।