দুর্বিসহ অগ্নিবানে ওষ্ঠাগত প্রাণ,
জীবকুলে ত্রাহি রব চায় পরিত্রাণ।
জীমূতের নেই দেখা রুদ্র বৈশাখ,
গগনে রবির যেন লেলিহান আঁখ।
ফুটিফাটা মাঠ জমি ফসলের ক্ষতি,
তীব্র আগুনের ন্যায় বাতাসের গতি।
ক্ষরপ্রবণ চারিদিক জীবন অস্থির,
কালবৈশাখীর নেই দেখা, নেই বৃষ্টি নীর।
দাবদাহে টেকা দায় ওঠে নাভিশ্বাস,
অনাবৃষ্টি ফলে প্রকৃতি ফেলে দীর্ঘশ্বাস।
তরুলতা ম্লান অতি বিহঙ্গ কাহিল,
অতিশয় গরমে স্বস্তি নেই তিল।
স্বেদবারিধার বহে দেহে অনর্গল,
পিপাসার্ত হয়ে সবে চায় ঠান্ডা জল।
শুনসান রাস্তাঘাট দুপুর বেলায়,
নদীবক্ষে শঙ্খচিল ডেকে ফিরে যায়।
রিক্ত দীর্ণ বসুন্ধরা বিবর্ণ লতা ঘাস,
প্রখর সূর্যের তেজে ঝলসায় রাশ।
খাল বিল শুকিয়ে শীর্ণ অতিশয়,
রুদ্র বৈশাখে জীবের প্রাণ সংশয়।