এসেছে ফাগুন এলো বসন্ত
ঘরছাড়া মন বিবাগী যে হায়!
স্মৃতির পাল নিমেষ মধ্যে
রঙ বাহারে আবেগে ধায়।
ফাগের রাগে পলাশ রাজে
ঘন পল্লবে শাখীর সাজ,
ভ্রমর গুঞ্জে ফুলে ফুলে দুলে
বন বনান্তে বাগিচা মাঝ।
প্রেমের ধারা বইছে ধরায়
আপন রূপের মাধুরী ছড়ায়,
দিবস শেষে নীলাম্বরে
বলাকা ভাসে গগন গায়।
রঙ হিল্লোলে প্রকৃতি মাতে
দখিন হাওয়ায় মনের দোল,
পলাশ সাজে আগুন রঙে
কোকিলার উদাস কুহু বোল।
কবির মনে বসন্ত প্রেম
জাগায় মনে কাব্য গান,
দিকে দিগন্তে ফাগের ছোঁয়া
খুশির আমেজে মত্ত প্রাণ।