গভীর বিজন জলের মাঝে
খেলছে তিনজন পরি,
জলকেলিতে মত্ত তারা
অপূর্ব রূপ ধরি।
সোনা বরণ চুল যে তাদের
উজল প্রভায় ধন্যা ,
পায়ের দিকটা মাছের মতন
বুঝি মৎস্য কন্যা।
নাচছে ত্রয়ী তাধিন তাধিন
ঢেউয়ের তালে তালে,
রূপকথার সব গল্প চাক্ষুষ
দেখছি যে এই কালে।
আবেগ বশে যেইনা চলি
খেলতে তাদের সাথে,
হঠাৎ জেগে বুঝি ওটা
স্বপ্ন দেখা রাতে।