শেওলা জমা মনটাতে আজ
একরাশ বেদনা পাহাড়,
পঙ্কিল স্মৃতিগুলো আলগোছে ভাসে
পায়না মন খুঁজে দিশা তার।
হাতড়িয়ে চলি এক চিলতে রোদ, হাসি
বিষন্নতা গ্ৰাস করে তবু অন্তর।
বিস্তীর্ণ অরণ্যভূমি হৃদয় গহীনে
তমসায় ঘেরা বিস্তর।
ক্ষণিকের তরে যদি গ্ৰহণ গ্ৰাস ফুঁড়ে
হৃদাকাশে ওঠে আলোক সূর্য,
শস্যশ্যামলা হবে তবে হৃদ মরুস্থলি
মন আঙিনায় খুশির তূর্য।
চিলেকোঠায় বসবে কবুতর সভা
আনন্দে প্রাণ হবে উছল,
বাঁচার আশায় রঙিন স্বপন
হৃদি মন করবে বিহ্বল।
মন অন্তরে বইবে পূরবী বাতাস
সবিতার আলো ঝলমল,
স্মৃতির পাঁচালী আলোয় ঢাকা পড়ে
জীবন পথ করবে উজল।