একটি গাছ একটি প্রাণ
জেনে রাখো সবে,
গাছের উপকারিতার কথা
বলি শোনো তবে।
প্রকৃতির ভারসাম্যতা
গাছ ধরে রাখে,
ভূমিকম্প করে রোধ
মাটি শক্ত থাকে।
কার্বডাই অক্সাইড নিয়ে পত্রে
অক্সিজেন বাতাসে ভরে,
জীবকুলের জীবনীশক্তি
গাছ পুরণ করে।
উষ্ণতার নিয়ন্ত্রণ হয়
তার সুশীতল ছায়ে,
তাইতো বলি বাঁচাও গাছ
কেটোনা কুড়ুল ঘায়ে।