চিঠির ভাঁজে মনের কথা
দিলাম লিখে বঁধুর কাছে,
করবে দেখা ছাতিম তলে
কেউ যেন টের না পায় পাছে।
কতদিন পর হবে দেখা
মন উচাটন সকাল সাঁঝে,
ইমন রাগের সোহাগ পেতে
আনন্দে মন সদাই রাজে।
চিঠির ভাঁজে মনের কথা
দিলাম লিখে বঁধুর কাছে,
করবে দেখা ছাতিম তলে
কেউ যেন টের না পায় পাছে।
কতদিন পর হবে দেখা
মন উচাটন সকাল সাঁঝে,
ইমন রাগের সোহাগ পেতে
আনন্দে মন সদাই রাজে।