পাড়ার সাতটা সারমেয়
আসে আমার ঘরে,
নিয়ম করে প্রতিটা দিন
ডাকবে আবদার করে।
রুটি বিস্কুট দিলে পরে
খুশিতে সব খাবে,
খাওয়ার শেষে আদর খেয়ে
তবে তারা যাবে।
ডাকলে তাদের লেজটি নেড়ে
গায়ের কাছে এসে,
আদর করে মুখটি দিয়ে
দাঁড়ায় গায়ে ঘেঁষে।
অচেনা কেউ আসে যদি
চেঁচিয়ে যায় কাছে,
ভয়ের চোটে পালায় তারা
যদি কামড়ায় পাছে।