সাথী হারা পাখি ওই পলাশের শাখে,
সারাদিন ঘুরে ফিরে কেবলই ডাকে।
ভাবি মনে একি হায় সাথী গেল কই,
বুঝি সে পথহারা হয়েছে নিশ্চয়ই।
বিষণ্ণ চিত্তে কভু একাকী ঘুরে উড়ে
বসে এসে দ্বার মাঝে যায় না সে দূরে।
কোনো কথা বুঝি মোরে বলতে সে চায়,
আহার বিহার ছেড়ে ডাকে আকুলায়।
হারিয়ে গিয়েছে সাথী কোন অজানায়,
ডেকে ডেকে খুঁজে ফিরে হয়ে অসহায়।
পরিযায়ী পাখি সে যে দেখে মনে হয়,
বিবশ বিহ্বল হয়ে ব্যাথা সয়ে রয়।
ব্যাকুল নয়নে চাহে চারিদিক পানে,
সন্ধ্যা ঘনায় দেখে ভীত হয় প্রাণে।
রাত্রিরে গাছেই থাকে মেলে দুই আঁখি,
ভোরে উঠে দেখি গিয়ে নেই সেই পাখি।