ক্ষয়,অবক্ষয়
সৌন্দর্যে প্রসিদ্ধ বাগান
কালস্রোতে বয়ে যায় সব
ঘাস শিশিরের কাব্যগ্রন্থ
গোপন রাখে
অশ্রুর পাণ্ডুলিপি
সময় অস্থির এক প্রজপতি
জরা.বার্ধক্য বিঞ্জাপনের সাইনবোর্ড
ঝুলিয়ে রাখে পৃথিবীর নগ্ন মাঠে
ক্ষয়,অবক্ষয়
সৌন্দর্যে প্রসিদ্ধ বাগান
কালস্রোতে বয়ে যায় সব
ঘাস শিশিরের কাব্যগ্রন্থ
গোপন রাখে
অশ্রুর পাণ্ডুলিপি
সময় অস্থির এক প্রজপতি
জরা.বার্ধক্য বিঞ্জাপনের সাইনবোর্ড
ঝুলিয়ে রাখে পৃথিবীর নগ্ন মাঠে