দাড়িয়ে আছি
একই জায়গায় ঘুরেফিরে সেখানেই
মা,বুড়ি হয়েগেছে
তুলসী পাতার সঙ্গে কথা
হয় না
মা তুলসীতলা
এক অন্যের সঙ্গে মুগ্ধতা
শীত কড়াইয়ে ধানসেদ্ধ করত করতে হাত পুঁড়িয়ে ফেললে
চাঁদ আনতো হিম বরফ জল
কালো কুকুরটা কান্না জুড়ে
লোক ডেকে আনতো
টহল দেওয়া বৈষ্ণব
ভোরবেলা খেঁজুর রসের চা
এখন শক্তপোক্ত লোহার কপাট
ভীতবের মানুষ ভীতরে
বাহিরের মানুষ বাহিরে
যাতায়াত দরজা বন্ধ
জ্যোৎস্না বাঁশী বাজালেই
স্রোত ভিজিয়ে দিয়ে যায়