মানুষ কেন প্রায় ; ওষুধ খেতে ভুলে যায় ;
নেপথ্যে অবশ্য অনেকেই অনেক কারণ দেখায় ।
আসল কারণটা হল আমরা ভুলে যেতে চাই ,
তাই ভুলে যাই ।
ট্রেনে – বসে আসিলে ছাতা ফেলে ,
বলি সবাই মন ভোলা ছেলে ।
পড়াশুনা হামেশাই যাই ভুলে ।
আমার মাস্টারমশাই যেই দিলেন কানটি মুলে ।
মুখস্ত বলতে থাকি সুর তুলে তুলে ।
চেনা পথ তবু ; ভুল হয়ে যায় কভু কভু ।
ছোটরা জুতো হারিয়ে ফেলে মাঝে মাঝে ।
বড়োরা কত ভুল করে ফেলে কাজে ।
অনেকেই বলেন স্মৃতি শক্তি দুর্বল ।
আচ্ছা , ঐ যে বিজ্ঞানী সকল ,
কই, ভোলেন না তো গবেষণার ফলাফল ।
অথচ কত সহজেই ভুলে যান ,
খাদ্য বীনা টেকে না প্রান ।