শ্বাসকষ্টের গন্ধ তুমি চিনতে শেখনি বলেই
হেমন্ত ভালোবেসেছ
এখানে –
বিছানায় মৃত্যু জড়ো করেছি থরে থরে
তাদের মুখে রক্ত না লেগে থাকলেও
সর্বনাশের আঁশটে রঙ আঁকা আছে
শ্বাসকষ্টের গন্ধ তুমি চিনতে শেখনি বলেই
হেমন্ত ভালোবেসেছ
এখানে –
বিছানায় মৃত্যু জড়ো করেছি থরে থরে
তাদের মুখে রক্ত না লেগে থাকলেও
সর্বনাশের আঁশটে রঙ আঁকা আছে