হে, ভগবান ,
মোর জীবনটা যে, তোমারই দান ।
শৈশবেতে মাকে দিলে, যৌবনেতে স্ত্রী ।
মরনেতে পুত্র মাখায়, সর্বাঙ্গে ঘি ।
ফল দিলে, ঠিক কর্ম অনুযায়ী ।
দু’দিনের এই পৃথিবীতে সবাই পরিযায়ী ।
কান্নায় মোর জন্ম দিলে ,
মরনে কাঁদে সবাই মিলে ।
অন্তরেতে তুমি ছিলে ,
সমস্যায় দিলে সমাধান ।
মনুষ্য জনম, তোমারই বরদান ।
অদৃশ্য এই জগতেই ,
তুমি আছো তবু নেই ।
কী সুন্দর, ব্যবস্থাপনা ।
হয় না তবু বনিবনা ,
এই কলহের দুনিয়ায় ।
এটাও বুঝি তোমার দায় !