একটা নিয়মহীন ভালোবাসা
আমাকে নদী করে দেয় রোজ
যার দুপায়ের ঘুঙুর
দুপাশের সবুজের রক্ত উজ্জ্বল রাখে
যার দুটি ডানায় লেগে থাকে
রোদের আবেগ আর চাঁদের নিঃশ্বাস
কাব্য ভালোবাসি
তার মৃত্যু নেই
সে শিকড় ছড়ায়
এক হৃদয়াকাশ থেকে
অনন্ত হৃদয়াকাশ পর্যন্ত
তার ফুল ফল পাতা
ডেকে আনে ক্ষুধার্তদের
অসহায় মন গুলোকে
বিছিয়ে দেয় শীতলপাটি
পিপাসা মিটিয়ে কাব্যের নতুন জন্ম হয়
যার নাম তৃপ্তি