এই শহরের বুকের রক্ত ক্ষরণ দেখেছ?
কি ভাবে দেখবে
তোমার ফুলদানিতে এখনো বসন্ত
আমি তো দেখেছি
দাউদাউ করে
পুড়ছে তার ফুসফুস
রাস্তায় রাস্তায় ফাইল হাতে
হেঁটে বেরায় অভুক্ত যৌবন
আমার এ শহরে পূর্ণিমা নেই
চিন্তার ওজনে
চোখ ভুলে যায় ঘুম
আমার এ শহরে
জোনাক-স্বপ্ন নেই
সময়ের অভাবে
শুকিয়ে যাচ্ছে পেন
এ শহরে কাব্য আসে না আর
মানসিক চাপে এ শহর
বাঁচতে ভুলে গেছে
ভালোবাসতে ভুলে গেছে
শহর তুই বাঁচবি কবে
গাইবি কবে গান
তোর খিদে মিটবে কবে
নে রুপোলি ধান
আয় না শহর গল্প করি
অনেক রাত জেগে
আয় খেলি লুকোচুরি
কল্পনার ঐ মেঘে
দেখ না শহর শিশুর হাসি
পাখির জলকেলি
ফুটিয়ে দে ফুসফুসে তোর
অজস্র জুুঁই বেলি