একটা নদী
বার বার অপেক্ষা করতে শেখায়
ক্ষমা করতেও
দাগগুলোকে ধুয়ে ফেলতে শেখায় –
খোলস ছাড়ে পথ
চঞ্চল মনে তার পাশে বসলে
সে পিছনে তাকাতে নিষেধ করে
তার উড়ন্ত চুলগুলো
সব আগুন শুষে নেয়
এখন যেন পৃথিবীর জানলাগুলো
স্বাধীনতা পেল
একটা নদী
বার বার অপেক্ষা করতে শেখায়
ক্ষমা করতেও
দাগগুলোকে ধুয়ে ফেলতে শেখায় –
খোলস ছাড়ে পথ
চঞ্চল মনে তার পাশে বসলে
সে পিছনে তাকাতে নিষেধ করে
তার উড়ন্ত চুলগুলো
সব আগুন শুষে নেয়
এখন যেন পৃথিবীর জানলাগুলো
স্বাধীনতা পেল