কাজের পাহাড় গুলো
আমার চেনা
আলো ঠিকই
কিন্তু
কেমন যেন আগুন আগুন গন্ধ
মন কে শামুক করি
ধীরে ধীরে
তবে বিদায় নেওয়া সূর্য দেখলে
জুঁই ফোটার গন্ধ পড়লে
নিজকে আগলে রাখতে পারি কই
মনের লুকানো পাখনাগুলো
বিদ্রোহ করে
দেওেয়াল মুছে ফেলে
চেনা প্রিয় হাত টা কে
নিজের মতো করে
হাতের বুকে দেখতে চাই
চোখের তৃষ্ণা মিটলে
সে অতিরিক্ত জল বের করে দেয়
কিন্তু তার স্বাদ এক হলেও
রূপ অন্য