আমার চোখের আয়ুতে
জমতে থাকে কথারা
না বলা কথাগুলো
বিনা অনুমতিতেই
মুক্তো হয়
শ্যাওলাও হয়তো
সবুজের না বলা
অভিমান সমগ্র
ভাবতে ভাবতে ক্লান্ত হলে
তোমাকে নিরক্ষর মনে হয়
আমার চোখের আয়ুতে
জমতে থাকে কথারা
না বলা কথাগুলো
বিনা অনুমতিতেই
মুক্তো হয়
শ্যাওলাও হয়তো
সবুজের না বলা
অভিমান সমগ্র
ভাবতে ভাবতে ক্লান্ত হলে
তোমাকে নিরক্ষর মনে হয়