যে মানুষটার চলে যাওয়া নেই
আছে শুধু
অনন্ত জীবন-বাঁশির সুরে বেজে ওঠা
যে মানুষটার সুর
ছুঁয়ে যায় প্রতিটা মানব হৃদয়
যে মানুষটাকে ছাড়া
প্রতিটা অনুভব নিখুঁত ভাবে অনুভূত হয়না
যার শব্দের হাত ধরে
আমরা নতুন করে চিনি কান্নার রঙ
নতুন করে দেখি হাসির রূপ
সেই মানুষটাই
আমার চেতনা
প্রেম
পূজা