একটা নেশা আছে আমার
কলমে ঠোঁট ডুবিয়ে থাকি কয়েক যুগ
যখন ঘুম ভাঙে
শরীর থেকে খসে পড়ে
টপ টপ শব্দেরা
যে শব্দের খোলসের উপর
তোমার মৃত্যু
খোলস খুললেই নতুন জন্ম
আবাক হই তুমুল
কালির দেহ জুড়ে
দুজনের গন্ধ ম ম করলেই-
কবিতার যৌবন
একটা নেশা আছে আমার
কলমে ঠোঁট ডুবিয়ে থাকি কয়েক যুগ
যখন ঘুম ভাঙে
শরীর থেকে খসে পড়ে
টপ টপ শব্দেরা
যে শব্দের খোলসের উপর
তোমার মৃত্যু
খোলস খুললেই নতুন জন্ম
আবাক হই তুমুল
কালির দেহ জুড়ে
দুজনের গন্ধ ম ম করলেই-
কবিতার যৌবন