তোমার দিকে তাকালে
আমার নিভে যাওয়া প্রদীপ জ্বলে ওঠে
গলার কাছে জমে থাকা কষ্টের পুটলি –
নীলকন্ঠ হয়ে পাখা মেলে
শুস্ক ডালে জাগে নরম পাতা
চঞ্চল ফুল
জমে থাকা দীর্ঘনিশ্বাস রঙ মেখে
রামধনু হয়
মাঝে মাঝে এতো কাছে আসো
অবাক হই
হারিয়ে ফেলার ভয়ে দেওয়াল তুলে দিই সযত্নে
গরম চায়ে পুড়তে থাকে আমার ভেতর বাহির
কথা সব জমে জমে চাঁদ ছুলে
সাদা খাতার প্রেমে পড়ি
সবুজ মাঠ অনায়াসে নদী হয়ে যায়
আমি সাঁতার জানি না
নিজের সাথে নিজের এই যুদ্ধে
কতবার মারা যায় কতবার জন্ম নিই
আমি অঙ্ক পারি না