শুধু তোমায় আঁকব বলে
অজস্র জন্ম বেঁচে থাকতে চাই।
অন্য কিছুর মোহ নেই আমার
শুধু তোমায় জাগাব বলে
মন্ত্রের বীজ পুঁতে রাখি
নিটোল শব্দে
তোমাকে গান শোনাব বলে
সুর জড়ো করি আত্মার ভেতর থেকে
তোমাকে মাখাব বলে
রঙ পেড়ে আনি শিরা থেকে
শুধু তোমার জন্য
সব যুদ্ধে জয়ী হতে পারি
ভাঙতে পারি এক পৃথিবী-দেওয়াল
শুষে নিতে পারি নোনা সমুদ্রদের
আগুনে পুড়ে
আগুন ফুল হয়ে উঠতে পারি
শুধু তোমারই জন্য
তোমার জন্য
বহু জন্ম বাঁচতে ইচ্ছে হয়