কিভাবে একটা দিনের শুরু হয়
তা দেখতে গিয়ে-
আমি একটা আলোক শিশু দেখলাম
দেখলাম তার লুকোচুরি খেলা
হামাগুড়ি
হাসি কান্না
দেখলাম যৌবন
বার্ধক্য – (গড়া – ভাঙা)
এভাবেই
হাঁটতে হাঁটতে তার জীবনচক্র
পূর্ণ হল
এখন
আমিও পথিক
কিভাবে একটা দিনের শুরু হয়
তা দেখতে গিয়ে-
আমি একটা আলোক শিশু দেখলাম
দেখলাম তার লুকোচুরি খেলা
হামাগুড়ি
হাসি কান্না
দেখলাম যৌবন
বার্ধক্য – (গড়া – ভাঙা)
এভাবেই
হাঁটতে হাঁটতে তার জীবনচক্র
পূর্ণ হল
এখন
আমিও পথিক