আমি কোনো প্রতিযোগিতায়
নামতে চাইনি কোনো দিন
কাজল বা লিপস্টিকেও
কোনো নেশা নেই আমার
অযথা ঝগড়া বা চিৎকারেও
আমার এলার্জি
শুধু তোমায় ভালোবাসতে
একটু সময়ের প্রয়োজন
বড্ড অভাব
অজস্র দেওয়াল
জন্ম নিচ্ছে রোজ
মারা যাচ্ছে
আমার দূর্বা
নয়নতারা
এক ফালি আকাশ
উপায় হাতড়াতে গিয়ে
চোখের তলায় রাত নামে
চোখে চোখ রাখলেও
হৃদয় পড়তে পারি কই?
সব পথ ভুল করি শুধু
অ-সুখে থার্মোমিটারের জ্বর বাড়ে