আমার অসুখ করলে
ডাক্তার ডেকে ওই বিষ গুলো খাইয়ো না
বরং
মুখে আকাশ নিংড়ে দিয়ো
জ্বর বাড়লে দিয়ো সমুদ্রের জলপটি
মন-পেটে আগুন জ্বললে
কাব্য দিয়ো থালায় সাজিয়ে
সেরে উঠব আবার
তোমার শূন্য টেবিলে দেব মায়ার টেবিল ক্লথ
তার মাঝে নীল সুতোর ধৈর্য্য-নকশা তুলে দেবো
কাজে মন বসবে দেখো
ঘুমিয়ে থাকা চার দেওয়ালে
আঙুল বুলিয়ে দেবো
অন্ধকার ধুয়ে যাবে
তোমার বাগনের
মৃত ডাল গুলোয় বুনে দেব বিশ্বাস
ওদের শিরায় শিরায় আনন্দের শিহরন জাগবে
ওদের বুকে মধু জমবে
আমাদের চোখ দুষ্ট প্রজাপতি হবে
আমার অসুখ করলে
মুখে আকাশ নিংড়ে দিয়ো
এভাবেই হেরে যাওয়াগুলোকে
হত্যা করে আমরা
বিজয়ী হয়ে উঠব