এখন শুধুই মিথ্যে চাঁদ
আদর লুটায়
ঘুম আসে বুক জুড়ে
গুমোট ঘর
শুধু ঝুল প্রসব করে
কবি গান আঁকো
একটু মুক্তি চেটে দেখি
দারুণ দগ্ধ বেলা
শীতল স্নান সেরে নিই
তোমার কাব্যে
এখন শুধুই মিথ্যে চাঁদ
আদর লুটায়
ঘুম আসে বুক জুড়ে
গুমোট ঘর
শুধু ঝুল প্রসব করে
কবি গান আঁকো
একটু মুক্তি চেটে দেখি
দারুণ দগ্ধ বেলা
শীতল স্নান সেরে নিই
তোমার কাব্যে