কিছু সময় পার হয়ে যাক নীরবতায়
কিছু সময় থকুক লেখা প্রলাপ কথায়
কিছু সময় দিক ভুলিয়ে সকল বাঁধন
আমার ‘আমি’র যাক হারিয়ে দুঃখ কাঁদন –
সময় জানি অবাধ্য আর একগুঁয়ে খুব
নিষেধ সীমার বেড়াজালে দেয়নাকো ডুব
জানার মানেও লিখতে জানে শিলার বুকে
আগুন ফুলকি বুনতে জানে বারুদ ঠুকে –
হিসেব খাতায় পাতায় পাতায় পাহারা তার
ভুলতে চাওয়া মলিনতার নেই আবদার
ব্যথার গোলাপ লাল বাগিচায় রক্ত ছড়ায়
সময় কেবল ছিন্ন তারে মরচে জড়ায় –
প্রান্তরে আজ শূন্য দুপুর রিক্ত জমি
শুকনো মাটির ফাটা বুকে ঘাসের মমি
যাও গো সময় পার হয়ে যাও তোমার মতো
হালের লাঙল তুলুক খুঁড়ে গভীর ক্ষত….।