পাথুরে দেওয়াল চোখ মেলে না
আবেগে খেয়ালে আর খেলে না
পাথর চোখের তারায় তারায়
নির্ঝরেরা ঝরায় না জল…
সফেদ পাতায় নীরব পালক
হারিয়ে গেছে পান্না আলোক
সঞ্চারীর ওই শেষের ধাপে
অন্ত্যমিলের নেই সম্বল!
মেঘের আগলে আকাশ যেমন
তালের পাতায় গোধূলি কেমন
যবনিকা ঢাকা মৌন মিছিলে
আবছায়াতে হয় নিশ্চল..
পাষাণ ঘরে ধুলোর আদর
মাকড় বোনে ধূসর চাদর
সাক্ষর ভোলা ব্যর্থ কলমে
অস্তমিত সব কোলাহল..।