হাওয়ায় উড়ছে ছেঁড়া স্বরলিপি গুঁড়ো ইচ্ছের ধুলো
কংক্রিটে মোড়া পথের ওপর ঝরে পড়ে চাঁপা ফুল
দিগন্ত পাড়ি দিতে দিতে চিল মিলিয়ে যাচ্ছে শূন্যে
পার হয় মেঘ হাজার উদ্বেগ ফেরারি স্বপ্নগুলো…
সূর্য ডোবা সাদা ক্যানভাস অভিমানে লালে লাল
সুদূরের রঙে মুখটি রাঙায় শান্ত দিঘীর জল
দিনশেষে নীড়ে ফিরে গিয়ে পাখি রেখে যায় শূন্যতা
কালো রাত একা নিমেষের দেখা দিন বুঝি আসে কাল!
কাল কাল করে কালের ফাটলে বাসা বাঁধে তবু আশা
আশার ঘরে তুষের আগুন ধিকি ধিকি জ্বলে নেভে
বটের আড়ালে জট বাঁধে মায়া বনের আড়ালে মন
শব্দের নদী ছোটে নিরবধি বয়ে যায় ভালোবাসা…
ব্যস্ত সে গাড়ি ছোটে তড়িঘড়ি ছন্দের সাথে রেখে তাল
গোটা পৃথিবীর নীরবতা এসে ছোঁয় ঘর ছোঁয় বন্দর
ভাষাহীন যেন বাসাহীন যেন আর.. আর যেন আশাহীন
ভেঙে যায় কূল বয়ে যায় আকুল ছোটে জল ছুঁয়ে বেড়াজাল…।