দূরে দূরে অনেক দূরে তবুও তো নয় দূরে
একলা মনের খোলা দরজায় একফালি রোদ্দুরে
একই বাতাস দীর্ঘশ্বাসে
একই শূন্যতা দৃষ্টির পাশে
একই মাটির পথেই ছোটা সারাটা দিন জুড়ে…
দূর কখনও দূর থাকে না কল্প সমুদ্দুরে –
একলা দুপুর বিষন্ন সুর ছড়ায় অন্তঃপুরে
মনের খাতা বেহাগ রচে স্মৃতির আখর জুড়ে
ভেজা শ্রাবণ তারে তারে
জমায় মায়া মেঘের ভারে
দহন কাহন মেঘের পাড়ায় বেড়ায় ঘুরে ঘুরে…
নয়তো দূরে কাছেই কাছেই মেঘ পাহাড়ের চূড়ে…
ঊষার ডাকে বার্তা এলে পাপড়ি নয়ন মেলে
প্রজাপতির ডানায় মাতন ফুলের গন্ধ পেলে
ফুল ফুটেছে সরোবরেও
লক্ষ যোজন পথের পরেও
ফোটা ঝরার কথকতা বড্ড বে-আক্কেলে….!
খসে যায় ঘাসে তবু তারা হাসে আলোর বাতি জ্বেলে!
আকাশ পারে হারায় আঁখি তারার আশেপাশে
ধরার পরে মাটির ঘরে জলের নুপুর আছে –
বেনিয়মেই আষাঢ় আসে
অকারনেও শ্রাবন হাসে
আমিও যাই মেঘ হয়ে তাই দূর আকাশের কাছে
একটু ছুঁয়েই ফের ঝরে পড়ি মাটির ঘাসে ঘাসে…।