প্রয়োজন যখন শেষ হয়ে যায়
আচার ব্যবহার ও তখন বদলে যায়
এটাই প্রকৃতির নিয়ম বোধহয়।।
মা বাবা আত্মীয় বন্ধুবান্ধব
স্বামী স্ত্রী ছেলেমেয়ে শিক্ষক ও ছাত্র
এই নিয়মেই হয়ে যায় আবদ্ধ
ধন্য ঈশ্বর ধন্য প্রণাম করি তোমায়
পৃথিবী তে জন্ম দিয়ে আমাদের আনাই
জগতসংসারে এসে চলি তোমারই ইশারাতে
তোমারি দেখানো পথে খেলি দিনেরাতে
তুমি নিজে খেলারি হয়ে আমাদের খেলাও
তবু কেনো আমাদের দোষী বানাও
বলো প্রভু বলো কি কারণে দোষী আমরা ।।
পূণ্য ছেড়ে কেনো তুমি ঠেলেদাও পাপ কাজে
লোকে বলে বিধির বিধান কেও কাটতে না পারে
তবে কেন বিধি কপালে মন্দ টা লিখে।।
তুমি জগতপিতা তুমি ঈশ্বর আমাদের কাছে
পাপের পথে পা দিলে কেনো চেপে ধরো না হাতে।।
লোভ লালোসা স্বার্থ হিংসা ও অহংকার
সবই তো তোমারই দান তোমারই আবিষ্কার
তবে কেনো মানুষ তা করলে শাস্তি করো প্রদান ।।
সব কিছু দেখার জন্য চক্ষু দিলে মোরে
কিন্তু প্রভু কোন দোষে দেখার শক্তি না দিলে
সারাজীবন কেঁদে কেঁদে ও তোমার দেখা না মেলে।।
শিশু থেকে যৌব ন যৌবন থেকে বৃদ্ধ
সারাজীবন খুঁজে ফিরি তোমার সান্নিধ্য।।
এক একজন এক এক ভাবে তোমায় পেতে চাই
তুমি তো অন্তর্যামী তুমি সর্বশক্তি ময়
তোমার কাছে তো কোনো কিছুই অজানা নয়।।