হায়, হায় রে এই পৃথিবী
তোমায় আমি সারা জীবন
বাসলাম ভালো করলাম সম্মান,
বিনিময়ে আমি ,আমি পেলাম কি?
না না পাইনি বলা ভুল হবে
পেয়েছি ,পেয়েছি অনেক কিছু
দুঃখ কষ্ট অপমান প্রতারণা ইত্যাদি।
তবুও আমি তোমায় ভালোবাসি,
ও আমার ভুবনভুলানো পৃথিবী।।
চোখ মেলে তাকালে আজও দেখেতে পাই
আমার গ্রামবাংলার সেই সবুজ মাঠের ছবি।।
বট পাকুরের ছায়া আর পাখির ডাকা ডাকি
ফাঁকা মাঠের মুক্ত হাওয়া আর ও কত কি।।
সন্ধ্যে হলেই অন্ধকারে ঝিঁঝিঁ পোকা ডাকে
চেষ্টা করেও পাবো না ফিরে ওই দিনটাকে।।
বর্ষাকালে রাতের বেলা ব্যাঙের গোঁ গোঁ ডাক
শীতকালে শিয়াল ডাকতো হুক্কাহুয়া বাপ ,বাপ,
গ্রীষ্মকালে পুকুরপাড়ে শীতল হাওয়াই বসে
গাছ থেকে আম পেরে খেতাম বন্ধুরা একসাথে ।।