কে বলেছে আমাদের রাজ্যে শিল্প নেই ?
কে বলেছে আমাদের রাজ্যের সাহিত্য নেই ?সংস্কৃতি নেই ?
কে বলেছে আমাদের রাজ্যে বিপ্লব নেই ?
জনজাগরণ নেই ? জনজাগরণের ব্যাকরণ নেই ?
কেই বা বলেছে আপনাকে…..
এ রাজ্যে কোন প্রতিভা নেই ?
আছে ….আছে…..
সব আছে… সবই আছে…..
বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে গিয়ে অন্য গান ধরেছে
নেতারা রাজনীতিটাকে ব্যবসা বানিয়েছে
এও তো এক অনন্য প্রতিভা …!
তাই নয় কি ..?
হাঃ…….. হাঃ……. হাঃ…….. হাঃ…….
আচ্ছা… ভাগাড়ের মাংস খেয়েছিলেন ?
ঐ মাংস খেয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল ?
ওটাওতো একটা শিল্পেরই মতো বলু..ন…!
এ শহরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে দেখেছিলেন ?
ঐ মূর্তি আবার তৈরি হবে
বা; হয়তো হবেই না
ওটাও শিল্প কিন্তু……………
আর একটা ইয়া মস্ত বড় ইন্ডাস্ট্রি বা শিল্প আছে যে আমাদের রাজ্যে
ঐ যে সন্দেশখালি ইন্ডাস্ট্রি………………….
কত সুন্দরী সুন্দরী মা, বোনেদের ধর্ষণ করা হয় ওখানে
একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়,
বছরের পর বছর
বছরের পর বছর ধরে ধর্ষণ করা হয়
যতক্ষণ না ঐ সন্দেশখালি ইন্ডাস্ট্রির মালিকের মন ভরবে—-
ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলবেই চলবে,
ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলবেই চলবে।
সেই ধর্ষণ নিয়ে কত খবর হবে
খবরের অনেক দর্শক হবে
তাতে অনেক টাকার ব্যবসা হবে
এও যে কত বড় ইন্ডাস্ট্রি বলতে পারেন…..!
শিল্পী-সাহিত্যিকদের তো আরেক দৃশ্য
তারাও আজ মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে
প্রতিবাদীরা সকলে আজ ঘুমিয়ে পড়েছে
দেশবিরোধী, সমাজ বিরোধী, দেশদ্রোহী গুন্ডারা আজ বিপ্লবের ডাক দিচ্ছে ..?
প্রশাসন ;আইন ;আদালত ;সেও এখন স্বার্থের গন্ধে পাগল…….
কে বলেছে আমাদের রাজ্যে শিল্প-সাহিত্য ;ব্যবসা-বাণিজ্য ;বিপ্লব ;প্রতিবাদ নেই ?
সবই আছে
শুধু তার রূপটা বদলে গেছে
শুধু তার অবস্থানটা বদলে গেছে
এরকমটা তো হওয়ার কথা ছিল না
আসলে রাজ্যের বাসিন্দা হয়ে আমরা সকলে এক হতভাগ্য জীব
শিল্প ;সাহিত্য ;বিপ্লব ;প্রতিবাদ ;প্রশাসন ;
সবখানেই আমরা কেবল হতাশা পূর্ণ নাগরিকের প্রতীক।