কলমটাকে অস্ত্র করে ধরতে জানি
মানব পূজায় অস্ত্র ধরে মরতে জানি
সুষ্ঠু সমাজ গড়তে গিয়ে ঝরতে জানি
মরার খাতায় নিজেকে সঁপে হাসতে হাসতে লড়তে জানি।
পরোয়া করিনা কোন কিছুই আজ।।
ঝরতে পারি,মরতে পারি,লড়তে পারি,গড়তে পারি
স্বাধীনতার নিশান উড়িয়ে বুক ফুলিয়ে বিদ্রোহ আজ করতে পারি
মায়ের হাতের শাখা;কপালের সিঁদুর;মুখের হাসি
মাগো;তোমায় বাবার শক্ত হাতের হাতল রূপে দেখতে আমি ভালোবাসি
রাজার কোন দস্যু দানব যদি আমার বাবা-মাকে কাঁদায়।।
আমিও তবে ধরবো খরগ;সুদে আসলে তা করব আদায়
আমার আপাদমস্তক জ্বলছে আগুন,সাহস দাও মাগো আমায়,
তোমার দেয়া বিষয় সম্বল আমার সহায়
বোনের দিকেও সমান তালে রাখবো খেয়াল
সতন্ত্র আজ বঙ্গ সমাজ; পিঠের পিছে যে থেকেছে দেয়াল।
চাইনা হতে দিতে একটাও আর সন্দেশখালী
চাইনা দেখতে পশুর হাতে হচ্ছে মানুষ নরবলি
চাইনা হতে দিতে একটাও আর সন্দেশখালী।।