এই যে যারা ঠকালো আমায়
এরাও তো মানুষ…!
এই যে যারা ভাসালো আমায়
এরাও তো মানুষ..!
এই যে যারা কাঁদালো আমায়
এরাও তো মানুষ..!
এই যে যারা ভাগ করলো আমায়
এরাও তো মানুষ…!
এই যে যারা হানাহানি খুনো খুনির তামাশয় মাতলো সবাই
এরাও তো মানুষ..!
এই যে যারা পিশাচ বেশে থাকলো তারা
এরাও তো মানুষ…!
এই যে যারা কেড়ে খেলো মুখের গ্রাস
এই যে যারা সুস্থ মানুষের জীবনে এনে দিল কঠিন ত্রাস
এই যে যারা রক্ত নিয়ে ভক্ত সেজে শক্ত হাতে ভাঙছে দেদার
এই যে যারা মরণ পাপের পাপী হয়েও
ভাঙছে তাদের, ভাঙছে ওদের, ভাঙছে মোদের।
এই যে যারা……..
এই যে যারা………
এই যে যারা……….
এরাও কি আদৌ মানুষ ?