আমারও কি এরকম হবে বৃদ্ধ বয়সে ?
আমিও কি এভাবে একা হতে হতে আরও একা হয়ে যাবো ?
সবাই থাকতেও কেউ থাকবেনা আমার
জীবনটা হয়ে উঠবে পোষ্য প্রাণীর খামার
সত্যি সত্যিই কি এমনই পরিস্থিতি হবে আমার ? পরিচিতির দুনিয়ায় সবাই অপরিচিত
শুয়ে শুয়ে ভাবছি আমি এখনও হইনি পরিণত
জীবনের পরিপক্কতায় পাইনি বুঝি আজও ঠাঁই
আছে সব দুনিয়া বোঝাই.তবু যেন কিছুই নাই
এখন আর বাঁচতে ভালো লাগেনা
ভালো লাগেনা স্বপ্ন দেখতে
স্বপ্নের মাঝেও দেখি বিষ মেশানো
বিষাক্ত তিক্ততার ধ্বনিতে হৃদয় ডোবানো
এখান থেকে বিদায় নিতে পারছিনা কেন আমি ?
আমার কাছে আমি ?নাকি জীবন দামী ?
বুঝতে পারছিনা এই অসহ্য ভ্রমণ থাকবে কতক্ষণ
এই বৃদ্ধ বয়সে হতে চাই সমৃদ্ধ এখন ?
কেন, কেন, কেন ? কেন এখনো এই প্রত্যাশা ?আমার শরীর ভেঙেছে, মন ভাঙছে না
আমার স্বপ্ন ভেঙেছে,স্মৃতি ভাঙছে না
আমার শান্তি চলে গিয়েও সুখের লালসা যাচ্ছে না
সুখ ও সমৃদ্ধির মধ্যে আমি কোন তৃপ্তততা পেলাম না
এখনও বেঁচে আছি,
মনে হয় যেন অহেতুক এই বেঁচে থাকা
সুষ্ঠু জীবন গড়তে পারিনি তাই জীবনটা বড়ই একা
একাকীত্বের স্বাদ বোঝার প্রয়োজন ছিল বহু আগেই
প্রথম আলোর কল্পনারা ছিল মাত্রার মিথ্যে মাপকাঠিতেই
দীর্ঘ যৌথ যাত্রা শেষে একা হলাম বৃদ্ধ বয়সে
সেই উজ্বলতার প্রথমে কেন গিয়েছিলাম ওভাবে মিশে
ভুল ।
সবই ভুল পথের কিনারায় দাঁড়ানো মরীচিকার হাতছানি
আজ অসহায় মুহূর্তের ফাঁকে একাকিত্বকেই শ্রদ্ধা ভরে মানি।