হঠাৎ একদিন মাথা উঁচু করে দাঁড়াবো তোমাদের সামনে
ভুলে যাবো পুরনো দিনের ঘটনার সব অভিমান
সোনালী স্মৃতিতে জীবনকে রাঙ্গাবো
প্রেমের কবিতার সব প্রেম উপছে পড়বে সেদিন
অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখবো বনলতার গালের কালো তিল
এক রক্তক্ষয়ী সংগ্রামের পরেও মনের গভীরে রক্ত গোলাপ ফুটবে সেদিন
আবার ফিরে পাবো সেই বন্ধু মহল
সময়ের হাতছানিতে সময়টা বড়ই মিছে
আবার সময়টাই মূল্যবান
সময়কে মূল্যায়ন করে এসো সকলে হই মহান
আকাশের গায়ে থাকবেনা কোন বিষাদের ছবি
কেউ ডাকবে আমায় ভাই-বন্ধু;দাদা;
কেউ ডাকবে হে.. মহা কবি
আমি বলি নিত্য, একথা চিরসত্য
থাকবে সেদিন সদাহাস্য হয়ে চিরস্মরণীয় তোমাদের এই কবি।