তুমি আমায় অনেক কিছু দিয়েছো
আহার দিয়েছে ;বাহার দিয়েছো…..
জীবন দিয়েছো ;মরণ দিয়েছো……
সুখ দিয়েছো ;দুঃখ দিয়েছো……..
বিরহ দিয়েছো ;কলহ দিয়েছো……
জ্বালা দিয়েছো ;দিয়েছো যন্ত্রণা…….
মালা দিয়েছো ;দিয়েছো সান্তনা………
আমাকে তুমি থাপ্পড় মেরেছো, দিয়েছো কঠিন যাতনা
আমাকে তুমি মৃত্যুর মুখে দিয়েছো ঠেলে ;ফিরিয়ে আনলে না
তোমার চোখের আগুন যেন জ্বলন্ত চুল্লির সমান
আমার জীবনের জ্ঞান তোমার কাছে মৃত গাত্র সমান
তুমি আমায় কেন এই স্বপ্নের ভোরে ডেকেছিলে ?
কেন তুমি আমায় দেখে মায়ার কান্না কেঁদেছিলে ?
যে স্বপ্ন দেখেছিলাম তোমার মধ্য নয়নে
জানিনা কিভাবে মুছে গেল গোপনে
আমার এই অভিজ্ঞতার কথা তুমি কি শুনছো ?
সত্যি বলছি তুমি আমায় অনেক কিছু দিয়েছো।