আকাশের দিকে হাটছে সেঁতু
ঐ মহাশূন্যতার কুমণ্ডলে সমস্ত জলের সিঁড়ি
চাঁদের বৈরাগ্য ভাব হাটছে বাউল পথ ধরে
নক্ষত্রেরা শিকড় ছড়াছে মাটিতে
বানাবে বাড়িঘর খেতখামার
সন্ধ্যা এখন একদল পাখি পথহারা
সবার কি যেন খুঁজছে
জলের চাপা কান্নায় প্রাচীন ইতিহাস না ভূগোল
সন্ধ্যার নক্ষত্র ডানা থেকে নামছে
রৌদ্রের কাব্যগ্রন্থ
আমি কি চাইছি সময়ের বল ব্যায়ারিং
না কি নিঁখুত হুইল
সেই মেয়েটিকে
দুচোখে এঁকে যায় গানের বেলা
ঠোটে আকেঁ কাজল
যা হারিয়ে গেছে স্রোতের গভীর বন অরণ্যে
একটি পাগলি ওকি যেন হারিয়েছেপুরাতন হাওয়া
না কি আগুনের ক্যানভাস
একটি ইতিহাস ঝাঁপ দিয়েছে সাত সাগরে
আমি খুঁজছি আন্দোলন বিহীন সেঁতু
পিপাসার পাখিমাঠ
তৃষ্ণা খুঁড়ার নিরুদ্দেশ জলরেখা
চরম এক নিবীড় প্রেমিক সেঁতু