যদি তোমার আমার কথা বলায়
ফোঁটা ফোঁটা নোন বৃষ্টি জল চুঁইয়ে পড়ে, শিরা উপশিরা ধমনী বেয়ে।
এক অজানা দূরত্ব নেমে আসে তেপান্তরের ধূ ধূ মাঠের সূর্য অস্তাচলে।
তবে কথা বলারা নিশ্চুপ হোক।
ভালো থাকুক দীর্ঘ মেয়াদী অবসরে!
তোমার অন্তরে চুপকথা হয়ে আসন পাতবো নীরবে,
হৃদয়ের কথা হৃদয় ঠিক বুঝে নেবে গভীরে।
থাকবে না কোন অভিযোগ কিংবা মান অভিমান।
বালখিল্যতা ছেলে মানুষী যা কিছু,
চিরতরে হারিয়ে যাক।
তোমার অতি চিরপরিচিত সুগন্ধি মাখা শুভাকাঙ্ক্ষী,
সেই প্রিয় তুমি কে রাতের আঁধারে পাড়ি জমিয়ে,
খুঁজে নিও,যত্নে রেখো বুকের ঠিক বামপাশ টিতে।
তোমার নৈঃশব্দের আকাশে
ব্যস্ত মেঘেদের আনাগোনায়
আমাদের হারিয়ে যাওয়া গোপন ভালোবাসা,হৃদয়ে আগলে রাখবো চিরতরে।
আকাশের ঘন মেঘের গর্জনে, বিদ্যুৎ চমকিত আলোকে,
কিংবা নীল আকাশের নীচে গালিচায় খুঁজে পাবে না খামখেয়ালি আমি টাকে।