আমি পথের ধুলো
আমি বড় নগণ্য।
মানুষজন আমায় মাড়িয়ে চলে যায়।
শুধু কি মানুষ-জন?
কুকুর-বিড়ালও।
শুধু কি কুকুর-বিড়াল?
যান-বাহনও।
তবু আমি করি না প্রতিবাদ
কারণ আমি পারি না ব’লতে কথা
কারণ আমি পারি না ক’রতে লড়াই।
তবু বলব ঈশ্বরের সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই
এই সৃষ্টির তিনিই সৃষ্টিকর্তা
কাজেই তিনি যে আমায় এই রূপে সৃষ্টি করেছেন এই অনেক
না হ’লে পারতাম কি জানতে নগণ্য হবার কত জ্বালা?