ইচ্ছেগুলো লুকিয়ে থাকুক বিকেল বেলার হাওয়ায়
কথাগুলো ভেসে বেড়াক চোখের তারার খেয়ায়।
তোমার চোখের তারা দেখি নিশুত রাতের মায়ায়
স্বপ্নরা সব ভেসে বেড়ায় কায়াহীনের কায়ায় ।
চাঁদনী রাতের সুনীল মায়া তোমার চোখে হাসে,
জীবন বুঝি জীবন এমন তোমার স্বপ্নে ভাসে।
কাজল কালো চোখে যখন ধূপছায়া রঙ আসে,
কত কথাই জমা যে হয় আমার মন আকাশে।
উদাস হাওয়ায় গাইলে যেদিন সেই সেদিনের গান,
আমি পাগল মনও পাগল উদাস মন ও প্রাণ।
ইচ্ছেগুলো কদিন থেকেই করছে আনাগোনা,
অবাধ গতি মনের পরে বললেও থামেনা,
তারা বললেও থামে না ।
বলব যত মনের কথা ইচ্ছের হাত ধরে,
শুনবে তুমি , শুধুই তুমি , আর কেহ নয় ওরে।
বললে যেদিন কী যে দেখো আমার চোখের পরে
বলেছিলেম তোমার চোখ নীল সমুদ্র নাচে ;
আমার সকল কাজে।
ছায়া পড়ে সেই সোনালি বেলার অশোক তরুর সাজে ;
সুনীল আকাশ মাঝে।
যে তোমার মনে গোপনে সে গানে সুর দিয়েছিল কতো
শুনেছি নিজের মতো।
সে গানের সুরে বিরহী দুপুরে একা একা জেগে রই
চিনেছি তোমারে কতই !
শুধু বলো প্রিয়া আমাদের হিয়া মথিত হয়েছে কি না ,
আমি তো কিছু সে জানিনা ।
সব পাওয়াদের দুয়ারে দুয়ারে বাড়িয়েছি হাত কিনা
ভাবনারা যে থামে না ।
তুমি বলেছিলে , আমি যে কখনো হাত পেতে কিছু চাই না
সেটা আজও জানালে না ।
আমরা থাকবো আমাদেরই মতো গাইবো প্রেমের গান,
ভুলে যাবো অভিমান ।
দিও শুধু সুখ হব না অবুঝ প্রেমের বারতা দেবো
জীবনে জীবনে শুধু গানে গানে দুজনে দুজনা মিলিব ।
পেতেছি আসর পৃথিবীর কোনে ভেসে যাব দুইজনে,
আর কেহ নয় থাকবে সুজন আমাদেরই মাঝখানে।
শুনে ছিলেম তাহাদের কথা আকাশ তারার কোনখানে
বন্ধু তোমার ইচ্ছেগুলো সাজিয়ে দিলাম এইখানে।।