ধুপধাপ গেরস্থালির চোখে চাপ চাপ কুমিরের ভীড় ।
— হ্যালো , আমি কবিতা বলছি ।
যুদ্ধের কাঁচা ফলে বাণিজ্যের জ্বর
উদ্বাস্তু শর চরে পৃথিবীর পিঠে , আরশোলা ।
— হ্যালো , আমি কবিতার কথা শুনতে চাইছি ।
মগজের পাকশালে গোয়েবলস- ক্লোন
ড্রোনে ধরা পোস্টারে পায়ুর বমন
” সংখ্যালঘু ভবিষ্যতে সংখ্যাগুরু হবে ” ।
হ্যালো , আমি কবিতায় সুখ দেখতে চেয়েছি ।
হরিয়ালী শস্যের শীষে শীষে
স্বপ্নের চ্যাপলিন- দৃশ্য ঘুমে একা !
— হ্যালো , আমি কবিতার রোমে রোমে
আনন্দ পেতে চেয়েছিলাম ।
বিবর্ণ হবে যে বোধ , কোথায় সুন্দর ?