হ্যাপি চকোলেট ডে’!
বসন্ত এসে গিয়েছে। বাতাসে এখন প্রেম-প্রেম গন্ধ। এর মাঝেই শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক। সারা বছর কাজের ব্যস্ততায় যে কথাগুলো বাঙালি বাবুর বলা হয়নি, যে মুহূর্তগুলো তৈরি করতে পারেনি, এবার সেই অধরা মুহূর্তের সাক্ষী হতেই এই ক’টা দিন সঙ্গীকে একটু বিশেষভাবে অনুভব করতে চায়। ইতিমধ্যেই রোজ ডে, প্রোপোজ ডে বিদায় নিয়েছে। আজ চকোলেট ডে। বিগত দু’দিনে যদি তেমন কিছু বিশেষ হয়নি। তাই আজকের দিনটা হাতছাড়া করতে চায় না। চটপট সঙ্গীর পছন্দের চকোলেট কিনে আনে আর বলে তার মনের কথা। সবই ঠিক আছে। শুধু একটু রোম্যান্টিক হলেই বিষয়টা জমে যায়। তাই সঙ্গীর হোমস্ক্রিন জুড়ে তার ভালোবাসার বার্তা।
তোমার স্বপ্নেই কাটে দিন
আমার তুমিই তুলনাহীন,
চকোলেট এনেছি তাই
প্রতি মুহূর্তে তোমাকেই চাই।
বাক্সের চকোলেট ফুরিয়ে যাবে
সপ্তাহখানেক থাকবে বড় জোর
কিন্তু তুমি হৃদয়ে থেকে যাবে
জানি সারাজীবন অক্ষত অমর!
পৃথিবীর সব চেয়ে মিষ্টি চকোলেট খুঁজতে
বারবার তোমার কাছেই ফিরে আসি,
তোমার থেকে মিষ্টি যে আর নেই কিছুতে
তাই বারবার শুধু তোমায় ভালোবাসি!
আমার সব মন খারাপ, কঠিন সময়
তোমার হাসি ভুলিয়ে দিতে পারে,
আজ তাই চকোলেট নিয়ে দাঁড়িয়ে
তোমার মিষ্টি মুখের অপেক্ষা করে!
প্রতিটি সকাল তোমার ছোঁয়ায়
হয়ে ওঠে বেশ সুমধুর
কথার ঝুড়ি হৃদস্পন্দন জুড়ায়
চকোলেট মাখা ঠোঁটে তোর।
অনেক দিনের না বলা কথা আজ
‘হ্যাপি চকোলেট ডে’! কর না লাজ
রেডি হও গিন্নি করে নাও সাজ
আমি তোমার বাঙালি রসরাজ।