ফুটেছে ওই রক্ত পলাশ,
আগুন রাঙা ফাগুন মাস,
সেজেছে রক্তরাগে।
কৃষ্ণচূড়ার শাখার ‘ পরে,
ফুটেছে ফুল থরে থরে,
রেঙেছে লাল ফাগে।
বসন্ত দূত বিজন বনে,
কুহু স্বরের মধুর তানে,
গাইছে অবিরাম।
বোল ধরেছে আমের শাখে,
বাতাসে তার সুবাস রাখে,
উতলা মন প্রাণ।
শিমূল ফুলে অস্তরবির,
কিরণমাখা রক্তিমাবীর,
হোরির রঙে রাঙে।
গগনজুড়ে মোহন ছবি,
আবীর রঙে রাঙিয়ে রবি,
গড়ে আকাশগাঙে।
বসন্ত দিন দক্ষিণ বায়,
পূর্ণ চাঁদের স্নিগ্ধ প্রভায়,
জাগলো হোরি মনে।
তোমায় নিয়ে দূর বিজনে,
খেলবো হোলি আপন মনে,
চাঁদের ভাতি সনে।
এমন দিনে শ্যামের সনে,
সখীরে লয়ে সংগোপনে,
খেলবে হোরি রাই।
হেরিয়া এই মূর্তিযুগল ,
সার্থক হোক্ , নয়নকমল,
তাদেরই জয় গাই।