তোমার জন্যে শুধু তোমার জন্যে আমার দীর্ঘ সংগ্রাম,
সমস্ত প্রতিবন্ধকতা দুপায়ে ঠেলে-
তোমার দুহাতের স্পর্শই আমাকে নামিয়েছে যুদ্ধে।
কে বলে আমি প্রতিদ্বন্দ্বী? কে বলে আমি দুর্বল?
একবুক ভালোবাসায় আমি অপরাজিত প্রেমিক, সৃষ্টির শুভ নেশায় মাতাল আমার ভুবন।
তীব্র দহন জ্বালা জুড়ায় কালবৈশাখীর উন্মত্ততা,
আর আমার রক্তাক্ত শরীরের ক্ষরণ স্তব্দ হয় তোমার ভালোবাসায়।
আজ মহাজাগতিক ধ্বংসের মধ্যেই জেগে উঠুক নবজাগরনের মহাপ্লাবন।
পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত-
মহাকালের দুন্দুভি বাজাই,
তোমার দুচোখের আলো নিয়েই আলোকিত হোক আমার রণক্ষেত্র,চক্রবুহ ভেদকরে- ছিনিয়ে আনবো জীবনের সমস্ত জয়।
মূর্খ সময় বলুক না আমায় দৃষ্টিহীন,আমি নিশ্চত আমি অপরাজিত,অপ্রতিদ্বন্দ্বী।
অক্ষরের পাহাড় জাগে পঙ্গু হৃদয়ের অতলে ,
তোমার চোখের জল কালি হয়ে ঝড়ুক আমার কলমে,
কাব্যসাগরে ভেসে যাক অর্বাচীন সময়।
তোমার বুকের নিখাদ প্রেমের স্পর্শ-
জাগাক হর্ষ, লজ্জায় নত হোক ভীরু বিধাতা।
মিলন যদি এতই মধুর,এস পাপকে করি পরাজিত,
শত অবজ্ঞা,ভৎসনা আর ব্যঙ্গ হোক নতমস্তক।
আমার রনবীর্যে সৃষ্টি হোক নিষ্পাপ
দেবসুলভ আগামীর আহবান ,
হাসুক রোদন ভুলে,জাগুক মহাবলীর ক্ষমতা।
ছেদন হোক পাপিষ্ঠের অহংকার,
এস সূর্যের শেষ রশ্মি টুকু শুষে নিয়ে-
রামধনু আঁকি প্রতিটি প্রতিবন্দি হৃদয়ে।
ঘুম ভেঙে প্রভাত দেখুক নির্মল আকাশের মুখ-
বাতাসে উড়ুক শান্তির পায়রা ,তারপর-
নিশ্চিন্তে মৃত্যুকে আলিঙ্গন করবো।