পেরিয়ে এসেছি এক অলঙ্ঘ্য পাহাড়
অতীতের বুদ্বুদ আহত করে না আর,
করি নাকো তাই আর অযথা চীৎকার
রাশ টেনে ধরে রাখি তুচ্ছ ভাবনার।
গোলকধাঁধার গর্ভে ঘুরি কতোবার
পাহারা দিয়েছি তবু খুলে দিই দ্বার,
কাক চিল শকুনেরা করে দরবার
তবু তো জীবন চলে শক্তি মমতার।
দুঃখ দিইনি আমি তাকে কোনও দিন
সুগন্ধি সৌরভ তাকে হয়নিকো দেওয়া
অজুহাত খুঁজিনিকো শেষ করবার
বাঁচার তাগিদে ধার করি কতোবার।
মন খুশী নয় তাও বুঝি আরবার
বলি মন শান্ত হও ধৈর্য ধরো আর
সকলের ভালোবাসা স্নেহাশিস নাও
প্রাণ আছে এসো প্রাণে গতি দুর্বার ।
চারিদিকে হানাহানি কতো চীৎকার
যুদ্ধ ছড়িয়ে পড়ে নেই নিস্তার,
অসহায় জনগণ প্রাণ ভয়ে ছোটে
হিংসা লালসা ক্রোধ সারা বিশ্বময়।
চোখের সামনে দেখি বনভূমি সাফ
গাছ কাটা মানুষের কবেকার পাপ,
না বাঁচিয়ে কেটে ফেলে শহর সাজায়
দমবন্ধ প্রাণবায়ু ফলে অভিশাপ।
কষ্ট পাইনা আর সয়ে গেছে সব
দু কান বধির তাই বেঁচে থেকে শব,
দুচোখে পরেছি ঠুলি দেখি নাকো আর
অধর্ম অন্যায় চলে সব পাপাচার ।
নবীন বরণ হবে সাজো সাজো রব
রাত বারোটায় বাজে জাহাজের ভোঁ,
খুশীর খবর কিছু হোক বা না হোক
বর্ষ বরণ হবে ত্রিলোক তোলপাড় ।
বর্ষ বরণ হবে পান করা চাই
তবে তো উৎসবে ফোটে আলো রোশনাই
বিরহী বিহঙ্গ সম উন্মত্ত সে ধায়
ভাঙা কাঁচ ছড়াছড়ি জান চলে যায়।
যে আসে সে টেকেনাকো বছরের বেশী
তবু তাকে নিয়ে কেন এতো মাতামাতি
যে এসেছে তাকে নাও বরণ করি
বাড়াবাড়ি তাড়াতাড়ি মিছে জান যায়।।