হিয়ার মাঝে নতুন সাজে
পাতলে আসন হে মোর স্বামী,
যতন করে রাখবো তোমায়
অনুভবে অন্তর্যামী।
প্রেম সাধনায় ব্যাকুল মনন
চায় তোমাকে পূজার ছলে,
হে প্রিয় মোর হৃদয় দেবতা
নিত্য পুজি তাই অশ্রুজলে।
হিয়ার মাঝে নতুন সাজে
পাতলে আসন হে মোর স্বামী,
যতন করে রাখবো তোমায়
অনুভবে অন্তর্যামী।
প্রেম সাধনায় ব্যাকুল মনন
চায় তোমাকে পূজার ছলে,
হে প্রিয় মোর হৃদয় দেবতা
নিত্য পুজি তাই অশ্রুজলে।